কোনো ধরণের ঝামেলা ছাড়াই গোলাম আযমের জানাজা অনুষ্ঠিত হওয়ায় তার ছেলে আব্দুল্লাহিল আমান আযমী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন।
শনিবার বায়তুল মোকাররমে জানাজা শেষে এক বক্তব্যে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।
তিনি বলেন, ‘সারাদেশ থেকে নেতা-কর্মীরা এসেছেন। তারা চলেও যাবেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য যেন হয়রানি না করেন।
গোলাম আযম ছেলে আবদুল্লাহিল আমানআযমী আরো বলেন, ‘প্রধানমন্ত্রীর পাশাপাশি দায়িত্বে নিয়োজিত র্যাব ও পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত সবাইকে ধন্যবাদ।’
এ সময় পুলিশের প্রতি বিশেষ অনুরোধ করেন গোলাম আযমের ছেলে। আর নেতা-কর্মীদের সুশৃঙ্খলভাবে এলাকা ত্যাগ করতে এবং কোনো ধরণের উস্কানি কিংবা শ্লোগান না দিতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
ইসলামী ফাউন্ডেশন ও বায়তুল মোকাররম কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানান গোলাম আযমের ছেলে।