hasina

কোনো ধরণের ঝামেলা ছাড়াই গোলাম আযমের জানাজা অনুষ্ঠিত হওয়ায় তার ছেলে আব্দুল্লাহিল আমান আযমী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন।

chardike-ad

শনিবার বায়তুল মোকাররমে জানাজা শেষে এক বক্তব্যে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।
তিনি বলেন, ‘সারাদেশ থেকে নেতা-কর্মীরা এসেছেন। তারা চলেও যাবেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য যেন হয়রানি না করেন।

গোলাম আযম ছেলে আবদুল্লাহিল আমানআযমী আরো বলেন, ‘প্রধানমন্ত্রীর পাশাপাশি দায়িত্বে নিয়োজিত র‌্যাব ও পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত সবাইকে ধন্যবাদ।’

এ সময় পুলিশের প্রতি বিশেষ অনুরোধ করেন গোলাম আযমের ছেলে। আর নেতা-কর্মীদের সুশৃঙ্খলভাবে এলাকা ত্যাগ করতে এবং কোনো ধরণের উস্কানি কিংবা শ্লোগান না দিতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

ইসলামী ফাউন্ডেশন ও বায়তুল মোকাররম কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানান গোলাম আযমের ছেলে।