chattoleage

গোলাম আযমের মরদেহ বায়তুল মোকাররম এলাকায় আনার আগে বায়তুল মোকাররম, পল্টন ও মতিঝিল এলাকায় ছাত্রলীগ মহড়া দিয়েছে।

chardike-ad

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তারা কয়েকটি দলে বিভক্ত হয়ে দফায় দফায় মিছিল করতে থাকে। এর কিছুক্ষণ আগে বায়তুল মোকাররম এলাকায় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটে।

ছাত্রলীগের মিছিলটি পুরানা পল্টন মোড় থেকে বায়তুল মোকাররমের উত্তর গেট, দৈনিক বাংলার মোড়, রাজউক অ্যাভিনিউ হয়ে আবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দিকে চলে যায়।

এদিকে বেলা ১২টার পর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে জামায়াত ইসলামীর নেতাকর্মীরা ভিড় জমাতে থাকেন। অপরদিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বাড়ছে আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ভিড়।