Search
Close this search box.
Search
Close this search box.

golam-azamএকাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত জামায়াতে ইসলামীর প্রাক্তন আমির গোলাম আযম মারা গেছেন।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছেন গোলাম আযমের পিএস আবুল কালাম আজাদ।

chardike-ad

গোলাম আযমের আইনজীবী অ্যাডভোকেট আসাদ উদ্দিন রাইজিংবিডিকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

শাহবাগ থানার ওসি (তদন্ত) হাবিল উদ্দিনও জানিয়েছেন, গোলাম আযম মারা গেছেন। এদিকে তার পরিবারের পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে গুরুতর অসুস্থ হয়ে পড়লে গোলাম আযমকে সিসিইউতে নেওয়া হয়। পরে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।