অনেক সময় হাতের কাছে মাউস থাকে না আবার কাজ করতে করতে তা নষ্টও হয়ে যেতে পারে। এমন আপদকালীন সময়ে কি-বোর্ড দিয়েই সেরে নিতে পারেন জরুরি কাজ। এজন্য আপনাকে পিসির সেটিংসে সামান্য পরিবর্তন করে নিতে হবে।
তাহলে আসুন জেনে নিই কীভাবে কি-বোর্ড দিয়েই মাউসের কাজ করা যায় এবং এ জন্য আমাদের কী করতে হবে।
কী-বোর্ড দিয়ে মাউসের কাজ করতে প্রথমে স্টার্ট মেনু থেকে control panel এ যেতে হবে। এরপর Ease of Access Center থেকে Make the mouse easier to use এ ক্লিক করে এখন থেকে Turn on mouse keys অপশনটি টিক চিহ্ন দিয়ে Apply করুন।
এই ধাপগুলো অতিক্রমের পর মাউসের কার্সর প্রয়োজন মতো সরাতে কিবোর্ডের Num Lock চালু করে রাখুন। সেজন্য Num Lock কি-টি একবার প্রেস করলেই এটি অ্যাক্টিভ কবে।
ফলে এরপর থেকে কিবোর্ডের নিউমেরিক কি-এর ৪ চাপলে মাউস বাঁয়ে যাবে। ৬ চাপলে ডানে, ৮ চাপলে ওপরে এবং ২ চাপলে কার্সর নিচে যাবে। আর বাম ক্লিকের জন্য নামপ্যাডের ৫ কি, ডান ক্লিকের জন্য+ কি চাপতে হবে।