বঙ্গোপসাগরের মোহনায় অবস্থিত নিঝুম দ্বীপে স্থাপনা নির্মাণের উপর নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্ট।একইসঙ্গে দ্বীপে যাদেরকে ভূমি বরাদ্দ দেওয়া হয়েছে, তাদের তালিকা আদালতে দাখিল করতে নির্দেশও দিয়েছে আদালত। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদশ দেন।
নিঝুম দ্বীপে ভূমি বরাদ্দ দেওয়া জমি কেন বাতিল এবং সংরক্ষিত বনভূমি রক্ষায় সরকারের ব্যর্থতাকে কেন বেআইনী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
রিটের বিবাদী স্বরাষ্ট্র, পরিবেশ ও বন এবং ভূমি সচিব, প্রধান বন সংরক্ষক, পুলিশের মহাপরিদর্শক, নোয়াখালীর জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ ১৭ জনকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে আদেশ দেওয়া হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল।রাষ্ট্রপক্ষে সহকারী অ্যাটর্নি জেনারেল কে এম মাসুদ রুমী অংশ নেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী আবু বকর ও ফটো সাংবাদিক রকিবউদ্দিন এনায়েত নিঝুম দ্বীপের বনভূমি রক্ষার নির্দেশনা চেয়ে এ রিট আবেদন করেন।
আবেদনে বলা হয়, ২০১২ সালের ১৯ নভেম্বর সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে নিঝুম দ্বীপকে সংরক্ষিত বনভূমি হিসেবে ঘোষণা করা হয়।কিন্তু এ সংরক্ষিত বনভূমি অবৈধভাবে দখল হয়ে যাচ্ছে।অবাধে নিধন করা হচ্ছে বন্যপ্রাণী। এজন্য পরিবেশগত ভারসাম্য হারিয়ে ফেলেছে নিঝুম দ্বীপ।এটাকে রক্ষা করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।