Search
Close this search box.
Search
Close this search box.

north-koreaতৃতীয়বারের মত উত্তর কোরিয়া ও চীনের যৌথ বার্ষিক বাণিজ্য মেলা আয়োজন করা হয়েছে।

দু’দেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক কার্যক্রমের গতি বাড়ানোর লক্ষ্যে চীনের সীমান্তবর্তী শহর ডানডংয়ে এ মেলার আয়োজন করা হয়। এতে উত্তর কোরিয়ার ফিউগান প্রদেশের ভাইস চেয়ারম্যান হং কিং ন্যাম ও চীনের লিওয়ানিং প্রদেশের ভাইস গভর্নর বিং ঝিঝাং অংশ নেন।

chardike-ad

গেল বছর আয়োজিত এ মেলায় ৯৩টি প্রাথমিক বাণিজ্য চুক্তি সাক্ষর করে চীন ও উত্তর কোরিয়ার ব্যবসায়ী প্রতিনিধিরা।