policeরাজধানীর শেরেবাংলা নগর থানাধীন এলাকায় বন্দুকযুদ্ধ সাজিয়ে শাহ আলম নামের এক সিএনজি চালকের পায়ে গুলি করার ঘটনায় শেরেবাংলা নগর থানার এসআই আনোয়ার হোসেনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মমিনকে প্রত্যাহার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার বিকেলে তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার শেরেবাংলা নগর থানার এসআইকে আটক এবং দায়িত্বে অবহেলার কারণে ওসিকে প্রত্যাহার করার বিষয়টি নিশ্চিত করেন।

chardike-ad

শেরেবাংলা নগর থানা পুলিশ জানায়, গত রোববার রাতে এক অভিযানে তালতলাতে ছিনতাইকালে শাহ আলমসহ কয়েকজন সন্ত্রাসীকে আটকের চেষ্টা করলে তাদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ হয়। বন্দুকযুদ্ধে ছিনতাইকারী দলের অন্য সদস্যরা পালিয়ে যেতে পারলেও শাহ আলমকে গুলিবিদ্ধ অবস্থায় অস্ত্রসহ আটক করে পুলিশ।

তবে এসব অভিযোগ অস্বীকার করে শাহ আলমের পরিবার জানায়, পূর্বশত্রুতার জেরে মিথ্যা মামলা দিয়ে শাহ আলমকে ফাঁসানোর চেষ্টা করা হয়।

পরে জানা যায়, পারিবারিক বিষয়ে মীমাংসার কথা বলে পরিচিত এক ব্যক্তি শাহ আলমকে মোহাম্মদপুর কৃষি মার্কেট এলাকায় নিয়ে যান। সেখানে আগে থেকে অবস্থান নেওয়া এসআই আনোয়ার তাকে চোখ বেঁধে, হাতকড়া পরিয়ে গাড়িতে তোলেন। এরপর তালতলা এলাকায় নিয়ে মাটিতে ফেলে হাতকড়া পরা অবস্থাতেই দুই পায়ে গুলি করেন। শাহ আলমের ডান পায়ে শটগান দিয়ে আর বাঁ পায়ে পিস্তল দিয়ে গুলি করেন এসআই আনোয়ার।