কানাডার অটোয়ায় পার্লামেন্ট ভবনে হামলার ঘটনা ঘটেছে। বুধবার ভবনের ভেতরে-বাইরে গুলি চালিয়েছে বন্দুকধারীরা। খবর বিবিসির।
প্রত্যক্ষদর্শীরা এক বন্দুকধারীকে অটোয়া ওয়ার মেমোরিয়ালে গুলি করতে দেখার কথা জানিয়েছে। পরে ওই বন্দুকধারী পার্লামেন্ট ভবনের দিকে দৌড়ে যায়। ওই সময় শোনা গেছে আরো কয়েকটি গুলির শব্দ।
কানাডার গণমাধ্যম জানিয়েছে, হামলায় এক সেনা আহত হয়েছে। বন্দুকধারীকে পাকড়াও করা যায়নি বলে জানিয়েছে কানাডার গণমাধ্যম। সন্দেহভাজকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।