সৌদি আরবের মক্কায় এক সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশির মৃত্যু হয়েছে।
বুধবার স্থানীয় সময় সকাল ৮টার দিকে মক্কার জাবেল নূরে এ দুর্ঘটনা ঘটে। তারা সে সময় কাজে যাচ্ছিলেন।
নিহতরা হলেন- নাজির হোসেন, ফরিদুল আলম, মোহাম্মদ আলম, মনছুর আলম ও গাড়িচালক আইয়ুব। নিহতদের সবার বাড়ি কক্সবাজারের ঈদগা এলাকায়।
এ দুর্ঘটনায় আরো দুইজন গুরুতর আহত হয়েছেন। এরা হলেন ইসলাম ও জয়নাল। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বর্তমানে নিহতদের লাশ স্থানীয় হাসপাতালের মর্গে আছে। এ ঘটনায় মক্কায় বাংলাদেশি কমিউনিটির মাঝে শোকের ছায়া নেমে এসেছে ।
দূর্ঘটনায় আহত দুজন হলেন নাইক্ষ্যংদিয়া বাহারছড়া গ্রামের ফজল করিমের পুত্র মোহাম্মদ ইসলাম এবং নুরুল আজিমের পুত্র জয়নাল।
এদিকে কক্সবাজারের ঈদগাঁওয়ে নিহতদের পরিবারে চলছে শোকের মাতম।