মুন্সীগঞ্জের গজারিয়ায় ট্রাকচাপায় দুই শিশুসহ একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন।
বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গজারিয়া উপজেলার জামালদী বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কাজলী বেগম (৪০), তার দুই মেয়ে ফুলমতি বেগম (২২), আয়েশা বেগম (৪) এবং নাতী মো. ফারুক (৩)।
ভবেরচর হাইওয়ে ফাঁড়ির সার্জেন্ট সাইফুল ইসলাম জানান, দুপুর ১টার দিকে উপজেলার জামালদী বাসস্ট্যান্ড সংলগ্ন মেঘনা সেতুর ওপর সিমেন্টবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারায়। একপর্যায়ে ঢাকা থেকে কুমিল্লাগামী ওই ট্রাকটি দাঁড়িয়ে থাকা সিএনজিচালিত একটি অটোরিকশা ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা আরোহী ৪ জন নিহত হন।
এদিকে, মহাসড়কের ওপর ট্রাকটি উল্টে থাকায় দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত একঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কে তীব্র জটের সৃষ্টি হয়েছে।
এর আগে সোমবার নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাজ্জাকের মোড় এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে যাত্রীবাহী দুটি বাসের সংঘর্ষে অন্তত ৩৩ জন যাত্রী নিহত হন। আহত হন ২০ জন।