ধর্মীয় অনুভূতিতে আঘাত হানায় বেঁধে দেয়া সময়ের মধ্যে লতিফ সিদ্দিকীকে গ্রেফতার না করায় আগামী ২৬ তারিখ রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দিয়েছে সম্মিলিত ইসলামী দলসমূহ।
আজ বুধবার সকালে জাতীয় প্রেস কাবে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। সম্মিলিত ইসলামী দলসমূহের মহাসচিব মাওলানা জাফরউল্লাহ খান এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকার লতিফ সিদ্দিকীর ব্যাপারে সরকার এ পর্যন্ত যেসব পদক্ষেপ নিয়েছে এর সবই ছিল আইওয়াশ।
তিনি আরো বলেন, এটি কোনো রাজনৈতিক হরতাল না, ঈমানী তাগিদে এ হরতাল দেয়া হয়েছে। হরতালে বাধা দিলে ঈমান রক্ষার তাগিদে লাগাতার কর্মসূচি দিতে বাধ্য হব।
সতঃস্ফূর্ত হরতাল পালনের জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি সরকারকেও হরতালে সহযোগীতা করার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে মুসলীম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, ইসলামিক পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মবিন, ছরছিনার পীর মাহ আরিফ বিল্লা সিদ্দিকী, মাওলানা আবু জাফর কাশেমী, আবু তাহের জিহাদী ও মাওলানা আবুল কাসেম কাশেমী উপস্থিত ছিলেন।