Microsoft-Smartwatchআগামী কয়েক সপ্তাহের মধ্যেই মাইক্রোসফট বাজারে আনছে স্বাস্থ্যঘড়ি। এই ঘড়ি ব্যবহারকারীর হৃদস্পন্দনের হিসেব রাখবে। ফোর্বস এ খবর জানিয়েছে।

আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই স্মার্ট ঘড়ি প্রকাশ্যে আনতে চাইছে বিল গেটসের কোম্পানি।

chardike-ad

স্মার্ট ঘড়ির সমস্ত সুবিধার সাথেই এই ঘড়ি খেয়াল রাখবে ব্যবহারকারীর স্বাস্থ্যেরও। হৃদস্পন্দন গোনার সাথে সাথেই স্টেপ গোনা, দৈনিক কত ক্যালোরি বার্ন হচ্ছে তারও হিসেব পাওয়া যাবে এই ঘড়ির মাধ্যমে।

দুই দিন লাগাতার ব্যবহার করলেও অক্ষত থাকবে এই স্মার্ট ঘড়ির ব্যাটারি।