এপ্রিলের ফেরিডুবির পর আবারও কোরিয়াতে সাধারণ মানুষের প্রাণহানির ঘটনা ঘটলো। গত সপ্তাহে পপ কনসার্টে ঘটে যাওয়া এক দুর্ঘটনা কেড়ে নিয়েছে অন্তত ১৬ জনের প্রাণ, গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ১১ জন। এ ধরনের অনাকাঙ্ক্ষিত হতাহতের ঘটনা এড়াতে একটি জননিরাপত্তা বিষয়ক টাস্কফোর্স গঠনে একমত হয়েছে কোরিয়ার ক্ষমতাসীন স্যানুরি পার্টি ও  প্রধান বিরোধী জোট নিউ পলিটিক্স অ্যালায়েন্স। মঙ্গলবার সরকার ও বিরোধী দলের নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এ ব্যাপারে মতৈক্যে পৌঁছায় উভয়পক্ষ।

giongi_concert_death_injured (Custom)
গত ১৭ই অক্টোবর খিয়ংগি প্রদেশের সংনামে ভেন্টিলেশন ঝাঁঝরি ভেঙে অন্তত ১৬ জন মারা যান। ওই ঘটনার পর ভেঙে পরা ঝাঁঝরির ভিতর হতাহতদের খুঁজছেন উদ্ধারকর্মীরা।

একই সভায় সরকারি চাকুরীজীবীদের অবসর ভাতার পরিমাণ পুনঃ নির্ধারণ করতে একটি স্বতন্ত্র টাস্কফোর্স গঠনের বিষয়েও সরকার-বিরোধী দল একমত হয়েছে। প্রসঙ্গত, গত ফেব্রুয়ারীতে প্রেসিডেন্ট পার্ক তাঁর তিন বছর মেয়াদী সৃজনশীল অর্থনৈতিক পরিকল্পনার অংশ হিসেবে অবসর ভাতা পুনঃনির্ধারণের ঘোষণা দেন। তবে সরকারি চাকুরেরা প্রথম থেকেই এমন উদ্যোগের তীব্র বিরোধিতা করে আসছে।

chardike-ad