মানবতাবিরোধী অপরাধের মামলায় ৯০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতের প্রাক্তন আমির গোলাম আযমের রায়ের আপিল শুনানি আগামী ২ ডিসেম্বর শুরু হবে। বুধবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ দিনে ধার্য করেন।
আদালতে গোলাম আযমের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট তাজুল ইসলাম। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের ১৫ জুলাই বয়স বিবেচনায় নিয়ে সর্বোচ্চ শাস্তি ফাঁসির পরিবর্তে গোলাম আযমকে ৯০ বছর কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল।
গত ৫ আগস্ট এ রায়ের বিরুদ্ধে আপিল করেন গোলাম আযমের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম। অন্যদিকে, ১২ আগস্ট সর্বোচ্চ শাস্তি চেয়ে এ রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ।