golam-azamমানবতাবিরোধী অপরাধের মামলায় ৯০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতের প্রাক্তন আমির গোলাম আযমের রায়ের আপিল শুনানি আগামী ২ ডিসেম্বর শুরু হবে। বুধবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ দিনে ধার্য করেন।

আদালতে গোলাম আযমের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট তাজুল ইসলাম। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

chardike-ad

মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের ১৫ জুলাই বয়স বিবেচনায় নিয়ে সর্বোচ্চ শাস্তি ফাঁসির পরিবর্তে গোলাম আযমকে ৯০ বছর কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল।

গত ৫ আগস্ট এ রায়ের বিরুদ্ধে আপিল করেন গোলাম আযমের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম। অন্যদিকে, ১২ আগস্ট সর্বোচ্চ শাস্তি চেয়ে এ রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ।