দু বছর পর আমেরিকার গোপন সামরিক বিমান ফিরে এসেছে পৃথিবীতে। গতকাল (শুক্রবার) সকালে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি সামরিক ঘাঁটিতে নামে বিমানটি। পাইলটবিহীন এ বিমান ৬৭৪ দিন ধরে মহাকাশে অতি গোপন মিশন শেষে পৃথিবীতে ফিরে এল।
মিনি স্পেস শাটল যানের মতো দেখতে অরবিটাল টেস্ট ভেহিক্যাল বা এক্স-৩৭বি নামের এ বিমানটি মহাকাশে কি মিশন চালিয়েছে তা তেমন কারো জানা নেই। তবে ফিরে আসার কথা জানিয়ে মার্কিন বিমান বাহিনী বলেছে, পৃথিবীর কক্ষপথে কিছু পরীক্ষা-নিরীক্ষা করেছে এ বিমান।
১৯৯৯ সালে এক্স-৩৭বি কর্মসূচি শুরু হয় এবং এ পর্যন্ত তিনটি মিশন চালানো হয়েছে। মার্কিন এ গোপন মিশন নিয়ে বিশেষজ্ঞরা অনেক কথা বলছেন তবে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে চীনের মহাকাশ গবেষণাগারের ওপর গোয়েন্দাগরি করা।
২০১০ সালের এপ্রিল মাসে প্রথম ফ্লাইট পাঠানো হয় এবং তখন আট মাস মহাকাশে মিশন চালায় আমেরিকা। এরপর ২০১১ সালে পরবর্তী ফ্লাইট পাঠানো হয়েছিল এবং ১৫ মাস পর পৃথিবীতে ফিরে আসে।