ট্যাবলেটের জগতে অ্যাপলের আইপ্যাডই প্রথম নয়। খ্রিষ্টের জন্মের আগেও ট্যাবের অস্তিত্ব ছিল। তবে তা হয়তো বর্তমানের মতো আধুনিক সুবিধা সম্বলিত ছিল না। সময়ের বিবর্তনের সাথে সাথে প্রযুক্তি এগিয়েছে যাচ্ছে, সেই সাথে পরিবর্তিত হচ্ছে ট্যাবও।
এই ধারায় ভবিষ্যতে আরও নানা চমক যুক্ত হবে। তবে সর্বকালের সেরা ট্যাব হিসেবে বিবেচনা করা হচ্ছে ১২ ট্যাবকে।
এগুলো হল-