বাংলাদেশের সোনাদিয়ায় গভীর সমুদ্র বন্দরে বিনিয়োগসহ আরো উন্নয়ন প্রকল্পে অংশ নেয়ার আশ্বাস দিয়েছে নেদারল্যান্ড।
শুক্রবার এক বার্তায় জানানো হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ইতালির ‘মিলানো কংগ্রেসি’তে আসেম সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠককালে ডাচ প্রধানমন্ত্রী মার্ক রাট এ আশ্বাস দেন। বৈঠক শেষে পররাষ্ট্র সচিব এম শহিদুল হক সাংবাদিকদের ব্রিফ করেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব বিজন লাল দেব এ সময় উপস্থিত ছিলেন।
বাংলাদেশের আর্থ-সামাজিক খাতে ব্যাপক সাফল্যের ভূয়সী প্রশংসা করে ডাচ প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের ক্ষেত্রে পরবর্তী ‘এগারো সদস্যের’ একটি হবে বাংলাদেশ।