ইংরেজি ভাষা শেখার পিছনে অনেক অর্থ খরচ করলেও ভাষাটির উপর দক্ষতা আনার ক্ষেত্রে খুব একটা সুবিধা করতে পারছেননা কোরিয়ানরা। তার প্রমাণ বহুল পরিচিত অনলাইনে ইংরেজি দক্ষতা যাছাই পরীক্ষা আইবিটি টেস্ট। এই পরীক্ষায় অংশগ্রহণকারী ১৬১ টি দেশের মধ্যে কোরিয়ার অবস্থান ১৩৬ তম।
এডুকেশনাল টেস্ট সার্ভিসের উদ্যোগে পরিচালিত হওয়া ঐ পরীক্ষায় স্পিকিং টেস্টে কোরীয়দের সংগ্রহ ৩০ এর মধ্যে মাত্র ১৮ পয়েন্ট। যেখানে আন্তর্জাতিক মান হচ্ছে গড়ে ১৯.৩ পয়েন্ট। তবে ইংরেজী শোনা ও বলার ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা ভাল। এখানে তাদের অর্জন ১৯ এবং ২০ পয়েন্ট। আর সব থেকে ভাল অবস্থায় রয়েছে পড়ার ক্ষেত্রে। সেখানে অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক মান ১৯.৪ পয়েন্টকে অতিক্রম করে ২০ পয়েন্ট পেয়েছে।
উল্লেখ্য যে, কোরিয়ার টোফেল পরীক্ষায় যারা কৃতকার্য হয়েছিল তারাই এখানে অংশ নিয়েছিল।