Search
Close this search box.
Search
Close this search box.

latif-siddikiহজ নিয়ে আপত্তিকর মন্তব্য করে মন্ত্রিত্ব থেকে অপসারিত লতিফ সিদ্দিকীর জাতীয় সংসদের সদস্যপদ আপাতত থাকছে বলে জানিয়েছেন চিফ হুইপ আ স ম ফিরোজ।

মঙ্গলবার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে তিনি এ কথা বলেন।

chardike-ad

চিফ হুইপ আ স ম ফিরোজ বলেন, লতিফ সিদ্দিকীর সদস্যপদ আপাতত থাকছে। সাংসদের সদস্যপদ বাতিলের বিদ্যমান যে আইন, তা তার ক্ষেত্রে প্রযোজ্য নয়। কারণ তিনি দলের বিরুদ্ধে ভোট দেননি, পদত্যাগও করেননি। দলীয় সিদ্ধান্তের বাইরে সংসদে কিছু করেননি। যে কারণে তার বিষয়টি ‘ফ্লোর ক্রসিংয়ে’ পড়েনি।

চিফ হুইপ বলেন, লতিফ সিদ্দিকীকে নিয়ে যে জটিলতার সৃষ্টি হয়েছে, সংবিধান বা সংসদের কার্যপ্রণালি বিধিতে এ ব্যাপারে সুস্পষ্টভাবে কিছু বলা নেই। এ বিষয়ে যদি কোনো বিতর্ক সৃষ্টি হয়, আইন বিশ্লেষণ করে স্পিকার দেশে আসার পর সিদ্ধান্ত হবে।