Search
Close this search box.
Search
Close this search box.

Begum_Khaleda_Zia_190সরকার পতন আন্দোলনের পক্ষে জনমত গড়তে ঈদের পর ফের জেলা সফরে বের হচ্ছেন ২০ দলীয় জোটের শীর্ষ নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আগামী ২৩শে অক্টোবর নীলফামারী জেলা সফর করবেন তিনি। ওই দিন জেলা সদরে ২০ দলীয় জোট আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন খালেদা জিয়া। এছাড়া শিগগিরই নাটোর ও কুমিল্লা জেলা সফর করার কথা রয়েছে তার। চেয়ারপারসনের গুলশানের কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। উল্লেখ্য, সর্বশেষ গত ২৩শে সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া ও ২৭শে সেপ্টেম্বর জামালপুর জেলা সফর করেন খালেদা জিয়া।