Search
Close this search box.
Search
Close this search box.

korea_tourisom organisation logo (Custom)কোরিয়া ভ্রমণে ইচ্ছুক ভিনদেশী নাগরিকরা দেশটির ব্যাপারে জানতে ইন্টারনেটে সবচেয়ে বেশী কোন শব্দগুলো দিয়ে ‘অনুসন্ধান’ করছেন? এমনই এক প্রশ্নের উত্তর খুঁজতে সম্প্রতি একটি সমীক্ষা চালিয়েছে কোরিয়া ট্যুরিজম অর্গানাইজেশন (কেটিও)। এ লক্ষ্যে তিনটি ভিন্ন ভাষার সর্বাধিক ব্যবহৃত সার্চ ইঞ্জিন গুগল (ইংরেজী), বাইদু (চীনা) ও ইয়াহু জাপানে (জাপানী) কোরীয় পর্যটন সম্পর্কিত দু’শ শব্দের উপর এক বছর ধরে এ সমীক্ষা চালানো হয়।

এতে দেখা গেছে ইংরেজীতে সবচেয়ে বেশীবার অনুসন্ধান হওয়া শব্দ ‘খাংনাম’, চীনা ভাষায় ‘জেজু দ্বীপ’ ও জাপানীরা সবচেয়ে বেশী খুঁজেছেন বুলগগি (কোরিয়ান বার্বিকিউ)। গুগলে অনুসন্ধানকারীরা গুরুত্ব দিয়েছেন আবহাওয়া ও পরিবহণ ব্যবস্থায়, চীনাদের পাঁচমিশালি আগ্রহে প্রাধান্য রয়েছে শপিংয়ের আর জাপানী পর্যটকরা মনোযোগের প্রায় পুরোটাই দিচ্ছেন কোরিয়ান খাবারে।

chardike-ad

উল্লেখিত তিনটি সার্চ ইঞ্জিনে সর্বাধিক ‘সার্চ’ হওয়া শীর্ষ দশটি করে শব্দের তালিকা নিম্নরূপঃ

গুগলঃ খাংনাম, বিবিমবাপ (কোরিয়ান খাবার), সিউলের আবহাওয়া, বুলগগি, বুসান, কেটিএক্স (কোরিয়া রেল সার্ভিস), ইনছন এয়ারপোর্ট, জেজু আইল্যান্ড।

বাইদুঃ জেজু দ্বীপ, লট্টে ডিউটি ফ্রী শপ, সিউল, সিউলের আবহাওয়া, শিলা ডিউটি ফ্রী শপ, হালা পাহাড়, কোরিয়ান ফুড, কোরিয়ান ভিসা।

ইয়াহু জাপানঃ বুলগগি, সিউল, কোরিয়ান ফুড, কোরিয়ান প্রসাধনী, কোরিয়ান জিনসেং, ন্যাংমিয়ন (কোরিয়ান নুডলস), বুছিমগা (বিশেষ কোরিয়ান প্যানকেক), বুসান ও বিবিমবাপ।