বেসরকারি ব্র্যাক ব্যাংকের জয়পুরহাট জেলার প্রধান শাখায় বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার রাতের কোন এক সময়ে এ ঘটনা ঘটে।
কি পরিমান অর্থ চুরি গেছে এ ব্যাপারে ব্যাংক সংশ্লিষ্টরা সুনির্দিষ্ট তথ্য দিতে না পারলেও ধারণা করা হচ্ছে অংকটা প্রায় দুই কোটি টাকা হবে। পুলিশ সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা ব্যাংকের পূব দিকের দেয়াল ভেঙে ভিতরে প্রবেশ করে।
ওই শাখার ব্যবস্থাপক বর্তমানে ঢাকায় রয়েছেন। ব্যাংকের বাকি কর্মকর্তাগণ গণমাধ্যমের সাথে কোনপ্রকার কথা বলতে রাজী হন নি।