Rushanara-Aliইরাকে ইসলামিক স্টেট জঙ্গীদের বিরুদ্ধে বিমান হামলার প্রশ্নে ব্রিটেনের ক্ষমতাসীন দল লেবার পার্টির অবস্থানের সঙ্গে দ্বিমত প্রকাশ করে পদত্যাগ করেছেন ব্রিটেনের ছায়া শিক্ষামন্ত্রী এবং প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলী। শুক্রবার ব্রিটেনের হাউজ অব কমন্সে এ প্রশ্নে যে ভোটাভুটি হয়, তাতে ভোট দানে বিরত ছিলেন রুশনারা আলী এমপি।

লেবার পার্টির প্রধান এড মিলিব্যান্ডের কাছে লেখা পদত্যাগপত্রে রুশনারা আলী এমপি লিখেছেন, আইসিল জঙ্গীরা যা করছে তা ভয়ংকর এবং বর্বরোচিত, এ নিয়ে কোন সন্দেহ নেই। কিন্তু আমি নিশ্চিত নই যে এই সামরিক অভিযান স্বল্প মেয়াদে কোন কার্যকর ফল বয়ে আনবে।

chardike-ad

তিনি বলেন, আইসিল যা করছে তার নিন্দায় ব্রিটিশ মুসলিমরাও ঐক্যবদ্ধ। কিন্তু মুসলিম এবং অমুসলিম সম্প্রদায়ের মধ্যে এই বিশ্বাস প্রবল যে সেখানে সামরিক অভিযান বরং আরও রক্তপাত ঘটাবে।

রুশনারা আলী পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যূষিত বেথনাল গ্রীন এন্ড বো এলাকা থেকে এমপি নির্বাচিত হন। একজন সম্ভাবনাময় রাজনীতিক হিসেবে তিনি বেশ দ্রুতই লেবার পার্টির সম্মুখ সারিতে চলে আসেন এবং এড মিলিব্যান্ডের শ্যাডো কেবিনেটে শিক্ষা মন্ত্রীর দায়িত্ব পান। বিবিসি।