Mishor-clock

পাঁচ মাসের মধ্যে চতুর্থবারের মতো ঘড়ির কাঁটায় পরিবর্তন আনল মিশর। বৃহস্পতিবার মধ্যরাত থেকে নতুনভাবে সময় গণনা করছেন মিশরীয়রা।

chardike-ad

মিশরে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছানো হয়েছে। পরিবর্তিত সময় অনুযায়ী, এখন গ্রিনউইচ মান সময় থেকে মিশরের সময় দুই ঘণ্টা এগিয়ে এবং পশ্চিমা আদর্শ সময় থেকে ৬ ঘণ্টা এগিয়ে।

২০১১ সালে দেশটির স্বৈরশাসক হোসনি মোবারকবিরোধী আন্দোলনের সময় কয়েকবার সময় পরিবর্তন করা হয়। তবে তার পতনের পর চলতি বছরের মে মাসে প্রথম সময় পরিবর্তন করা হয়। ওই সময় ঘড়ির কাঁটা ১ ঘণ্টা এগিয়ে দেওয়া হয়।

গত জুলাইয়ে গ্রীষ্মকালীন উষ্মতার কারণে সময় আবার পিছিয়ে দেওয়া হয়। এর কয়েক দিন পর আবার ১ ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়, যা বৃহস্পতিবার মধ্যরাতে পরিবর্তন করা হলো।

এদিকে ঘনঘন ঘড়ির কাঁটা ঘুরিয়ে সময় পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি বিপদে পড়েন বিমানযাত্রীরা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে মিল না থাকায় এ সমস্যা হয়। কিন্তু এবার বিমানযাত্রীরা কোনো ধরনের সমস্যার মুখে পড়েননি বলে জানিয়েছে বিমান সংস্থা মিশর এয়ার।

তথ্যসূত্র : আলজাজিরা অনলাইন।