Search
Close this search box.
Search
Close this search box.

nepalese asian gamesএশিয়ান গেমস থেকে পালিয়েছে ৩জন নেপালী খেলোয়াড়। ইনছন এশিয়ান গেমস এথলেট ভিলেজ থেকে গেমস শেষ করে বাকীরা ফেরত গেলেও তিনজন খেলোয়াড় ফেরত যায়নি। পুলিশের ধারণা অবৈধভাবে থাকার উদ্দ্যেশেই এই খেলোয়াড়রা পালিয়ে গেছেন।

সিসিটিভিতে দেখা যায় একজন খেলোয়াড় গত সপ্তাহের বুধবার সকাল ৭টা ৫০ মিনিটে ব্যাগ নিয়ে এশিয়ান গেমস ভিলেজ এলাকা ত্যাগ করে। বাকী দুইজন খেলোয়াড় গত শুক্রবার দুপুর ২টার দিকে পালিয়ে যায়। ঐদিন সন্ধ্যার দিকে তাদের নেপালে ফিরে যাওয়ার কথা ছিল। তাদের গত ১৯ সেপ্টেম্বরে ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে।

chardike-ad

ইনছন এশিয়ান গেমস কর্তৃপক্ষ তাদের নাম প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছে এবং ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে।