Search
Close this search box.
Search
Close this search box.

দক্ষিণ কোরিয়ার বিভিন্ন শহর ও অঞ্চলের মধ্যে রাজধানী সিউলের নারীরা সবচেয়ে বেশী বয়সে মা হচ্ছেন। গত বছর প্রথমবারের মতো মা হওয়া সিউলের নারীদের দুই-তৃতীয়াংশেরই বয়স ত্রিশের উপর।

korean_motherসরকারি একটি জরিপ বলছে ২০১৩ সালে প্রথম মা হওয়া সিউলের নারীদের গড় বয়স ছিল ৩১.৫ বছর এবং সে বছর প্রথম মা হয়েছেন এমন নারীদের মধ্যে ৫৩.৬ শতাংশের বয়স ৩০ থেকে ৩৪ এর মধ্যে এবং ২০.৬ শতাংশের বয়স ৩৫ থেকে ৩৯-এর মধ্যে। একই বছর ১৯.৬ শতাংশ ২৫-২৯ বছর বয়সে মা হয়েছেন। একই জরিপে দেখা গেছে সিউলে জন্মহারও দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় সবচেয়ে কম।

chardike-ad

তুলনামূলক এক পরিসংখ্যানে জানা যায় ১৯৯৩ সালে প্রথম মাতৃত্বের স্বাদ নেয়া সিউলের নারীদের গড় বয়স ছিল ২৬.৮ বছর। ওই বছর সিউলে প্রথম মা হওয়া নারীদের ৫৫ শতাংশের বয়স ছিল ২৫ থেকে ২৯-এর মধ্যে। সে বছর ত্রিশের বেশী বয়সে মা হয়েছিলেন ২৬ শতাংশ সিউলবাসী নারী।