sahrukh-doughter

সুপারস্টার শাহরুখ খান চেয়েছিলেন মেয়েকে নিজের পথে পরিচালিত করবেন। মেয়ে একদিন তার মতোই হবে। বলিউড জুড়েই সবার মুখে মুখে থাকবে সুহানার নাম। কিন্তু সে আশায় জল পড়ছে।

chardike-ad

খান যখন ক্রিকেটে মজেছেন, তখন মেয়ে সুহানা মজেছে ফুটবলে। শুধু ভালোলাগা নয়, একজন ভালো ফুটবল খেলোয়াড় হিসেবেও এগিয়ে যাচ্ছে সে।

সম্প্রতি স্কুলের ইন্টার স্কুল ফুটবল প্রতিযোগিতায় বল পায়ে দেখা গেছে সুহানাকে। শুক্রবার ভারতের একটি গণমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, খেলার সময় ১২ বছরের সুহানাকে দেখা যাচ্ছিল ফুটবলে বেশ স্বচ্ছন্দ। নিজের সুপারস্টার শাহরুখের মেয়ে হিসাবে নয়, সুহানা বল পায়ে নিজের খেলা দিয়েই মন জিতে নিয়েছেন উপস্থিত দর্শকদের।

একজন দর্শকতো বলেই দিয়েছেন, “বেশ ভালো খেলেন সুহানা। ফরোয়ার্ড খেলোয়াড় হিসাবে এদিন খেলছিলেন সুহানা। যদিও তার স্কুল ২ গোলে এগিয়ে যাওয়ায় দ্বিতীয়ার্ধে তুলে নেওয়া হয় সুহানাকে।”

প্রতিবেদনে আরও জানানো হয়, মেয়ে যেই ক্ষেত্রেই যান না কেন শাহরুখের ছেলে আরিয়ান যে ফিল্ম জগতেই খুব শীঘ্রই পা রাখছেন তা নিয়ে দ্বিমত নেই।