Hockey

দ. কোরিয়ার ইনচনে ১৭তম এশিয়ান গেমসের শুরুটা মোটেই ভাল হল না বাংলাদেশ জাতীয় হকি দলের। হার দিয়ে মিশন শুরু করেছে লাল-সবুজরা।

chardike-ad

পুরুষদের দলগত বিভাগে জাপানের কাছে বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ হকি দল। কোচ নাভিদ আলমের শিষ্যরা ৮-০ গোলে হেরেছে অপেক্ষাকৃত শক্তিশালী জাপানের বিপক্ষে।

পুল ‘এ’র ম্যাচে জাপানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ হকি দল। ম্যাচটি অনুষ্ঠিত হয় সিওনহাক হকি স্টেডিয়ামে।

ম্যাচের শুরুতেই গোল হজম করে নিলয়-মিমোরা। প্রথম দিকে ৩ গোল খেয়ে পিছিয়ে পরে বাংলাদেশের যুবারা। সেখান থেকে ম্যাচে ফেরা তো দূরে থাক ম্যাচ শেষের ৩০ মিনিট আগে আরো পাঁচ গোল খেয়ে বসে বাংলাদেশ হকি দল।

পরের ম্যাচে বাংলাদেশের সামনে প্রতিপক্ষ হিসেবে খেলবে মালয়েশিয়া হকি দল।