Search
Close this search box.
Search
Close this search box.
hortal_morning
হরতালে রাস্তাঘাট প্রায় ফাঁকা (ছবি : মেহেদী জামান)

আপিল বিভাগ থেকে জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাইদীর বিরুদ্ধে দেওয়া (আমৃত্যু কারাদণ্ড) রায়ের প্রতিবাদে জামায়াতে ইসলামীর ডাকা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দফা চলছে। বৃহস্পতিবার সকাল ৬টায় শুরু হয়েছে এ হরতাল  চলবে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত। দ্বিতীয় দফায় রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত হরতাল চলবে।

হরতালে রিক্সা চললেও রাস্তায় অন্যান্য গণপরিবহন চলাচল খুবই কম দেখা গেছে। এছাড়া ব্যক্তিগত গাড়ি একেবারেই চোখে পড়েনি।

chardike-ad

হরতালে নাশকতা ঠেকাতে নগরীর মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। টহল দিচ্ছে বিজিবিও।

নগর পুলিশের উপ-কমিশনার (সদর) মাসুদ-উল-হাসান বলেন, মাঠে অতিরিক্ত পুলিশ আছে। নগরজুড়ে টহল জোরদার করা হয়েছে। বিজিবিও টহল দিচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নগরীতে প্রাথমিকভাবে ৬ প্লাটুন অর্থাৎ ১৮০জন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। আর জেলায় ১০ প্লাটুন অর্থাৎ তিন‘শ বিজিবি সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ।

বুধবার সকালে রায় ঘোষণার পর জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুই দফায় মোট ৪৮ ঘণ্টা হরতাল কর্মসূচি ঘোষণা করেন।

হরতাল ছাড়াও শুক্রবার দেশ-বিদেশে সাঈদীর জন্য দোয়া অনুষ্ঠান ও ২০ সেপ্টেম্বর শনিবার দেশব্যাপী বিক্ষোভ হবে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।