শিগগিরই বিনামূল্যে ভয়েস কলিং সুবিধা আনছে জনপ্রিয় মোবাইল মেসেজিং সেবাদাতা বা ইনস্ট্যান্ট মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ। এছাড়া সম্প্রতি মেসেঞ্জারটির ইন্টাফেসে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়। ধারণা করা হচ্ছে, প্রতিযোগিতামূলক মেসেজিং খাতের পাশাপাশি ভয়েস কলিং সেবা খাতেও নিজেদের আধিপত্য বিস্তারের জন্য বিনামূল্যে সংশ্লিষ্ট সেবা আনছে হোয়াটসঅ্যাপ। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক বিবৃতিতে এ খবরের সত্যতা নিশ্চিত করা হয়। খবর টাইমস অব ইন্ডিয়া।

whats appশীর্ষ সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের অধিগ্রহণকৃত হোয়াটসঅ্যাপের বিবৃতি অনুযায়ী, শিগগিরই বিশ্বব্যাপী প্রতিষ্ঠানটির ৬০ কোটি সক্রিয় ব্যবহারকারী বিনামূল্যে ভয়েস কলিং সুবিধা পাবে। হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের পরবর্তী সংস্করণে এ সেবা থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অ্যাপটির পরবর্তী সংস্করণের ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, নতুন সংস্করণটির মাধ্যমে বিভিন্ন ধরনের ভাষা অনুবাদের সুবিধা পাবে এর ব্যবহারকারীরা।

chardike-ad

জানা যায়, দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে হোয়াটসঅ্যাপ। দেশটিতে বর্তমানে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ৫ কোটির অধিক। এছাড়া তুলনামূলক কম বয়সী ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে এ অ্যাপটি ব্যবহারের প্রবণতা অধিক। মূলত এ কারণেই চলতি বছরের শুরুর দিকে হোয়াটসঅ্যাপকে অধিগ্রহণ করে শীর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।

বিশ্লেষকদের মতে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফেসবুকের বর্তমান ১৩২ কোটি সক্রিয় ব্যবহারকারীর মধ্যে বিনামূল্যে ভয়েস কলিংসেবা প্রদানের পরিকল্পনার কারণে ভাইবার ও ইন্সটাগ্রামের মতো মেসেজিং অ্যাপগুলোর ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। আর যাই হোক, ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধিতে হোয়াটসঅ্যাপের বিনামূল্যের ভয়েস কলিংসেবা গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করেন বিশ্লেষকরা।