জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠেয় অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার প্রবেশপত্র ডিজিটাল স্বাক্ষরসহ ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। প্রবেশপত্র সংগ্রহ-সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nubd.info/admit) থেকে জানা যাবে।
বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, যেকোনো পরীক্ষার্থী অনলাইন থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম এ ব্যবস্থা প্রবর্তন করা হলো।
এ ব্যবস্থার ফলে শিক্ষার্থীদের প্রবেশপত্র সংগ্রহের ভোগান্তি আর হবে না। দূর-দূরান্তের কলেজ কর্তৃপক্ষকেও আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাস থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে না। এর ফলে সময় ও অর্থের অপচয় রোধ হবে। এ পদক্ষেপ জাতীয় বিশ্ববিদ্যালয় ডিজিটাল কর্মসূচি বাস্তবায়নের অংশ।