এই গত বছরও বিবিসির এক জরিপে দেখানো হয়েছিল দক্ষিন কোরিয়ার মোট জনসংখ্যার মাত্র ৪ শতাংশ উত্তর কোরিয়ার প্রতি সুদৃষ্টিতে তাকায়, পক্ষান্তরে ৯০ শতাংশ মানুষের রায় তাদের বিপক্ষে। তবে বর্তমানে পরিস্থিতির ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। ২০১৪ সালে দক্ষিন কোরিয়া সরকার কর্তৃক পরিচালিত সমীক্ষায় দেখা যায় উত্তরের ব্যাপারে মাত্র ১৩ শতাংশ দ. কোরিয়ানের মনোভাব নেতিবাচক, বিপরীতে ৫৮ শতাংশই বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আগ্রহী। মানসিকতার এই আমূল পরিবর্তন লক্ষ্য করা যায় সম্প্রতি কোরিয়ার ইউনিফিকেশন মন্ত্রালয়ের এক ঘোষণায় যেখানে মানব কল্যাণে আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে দক্ষিন কোরিয়ার পক্ষ থেকে উত্তর কোরিয়াকে ১ কোটি ৩০ লাখ মার্কিন ডলার সহায়তা প্রদানের কথা বলা হয়েছে।
দক্ষিন কোরিয়া সরকারের তরফে দেয়া বার্তায় জানানো হয় ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের আওতায় মা ও শিশুর সঠিক পুষ্টি ও স্বাস্থ্য রক্ষার্থে প্রতিবেশী দেশটিকে ৭০ লক্ষ ইউএস ডলার প্রদান করা হবে। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে দেয়া হবে আরও ৬৩ লাখ ডলার।