আজ বুধবার দক্ষিণ কোরিয়ার ইনছন বন্দরে এসে পৌঁছল ইনছন এশিয়ান গেমসের মশাল । মশালটি ভারতের নয়াদিল্লিতে প্রজ্বলন করা হয়েছিল। দক্ষিণ কোরিয়ার পশ্চিমে খাংহোয়া দ্বীপের মানি পর্বতে প্রজ্বলিত আরেকটি মশালের সাথে এসে এটি মিলিত হবে।