স্বদেশী ক্লাব সেভিয়াকে হারিয়ে এক যুগ পর উয়েফা সুপার কাপ শিরোপা ঘরে তুলে নতুন মৌসুম শুরু করলো স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। কার্ডিফ সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে রোনালদোর জোড়া গোলে ২-০ স্কোরলাইন নিয়ে মাঠ ছাড়ে আনচেলত্তির ছেলেরা।
খেলার ৩০ মিনিটে গ্যারেথ বেলের অসাধারণ এক ক্রস নজরকাড়া ফিনিশিংয়ে জালে জড়ান রোনালদো। দ্বিতীয়ার্ধের চার মিনিটের মাথায় করিম বেনজেমার বাড়িয়ে দেওয়া বলে বাঁ পায়ের শটে দ্বিতীয় গোলটি করেন সিআর সেভেন।
প্রায় অর্ধশত কোটি ডলারের রিয়াল আক্রমণভাগে রোনালদোর সাথে এ ম্যাচেই আনুষ্ঠানিকভাবে রয়্যাল জার্সি গায়ে তুলেছেন এবারের বিশ্বকাপের বিস্ময় গোল্ডেন বুটজয়ী কলম্বিয়ান ফরোয়ার্ড হামেস রদ্রিগেজ। মধ্যমাঠে শিরোপাজয়ী জার্মান দলের মিডফিল্ডার টনি ক্রুসও অভিষিক্ত হয়েছেন সুপার কাপের ফাইনাল দিয়ে। অলরাউন্ড পাওয়ার ফুটবলে দারুণ একটা মৌসুমেরই সম্ভাবনা জানান দিয়ে রাখলো গ্যালাক্টিকোরা।
ম্যাচশেষে নতুন সতীর্থদের প্রশংসায় পঞ্চমুখ ম্যাচসেরা রোনালদো বললেন, “যোগ্য দল হিসেবেই আমরা শিরোপাটা জিতেছি।”