ভারত সে দেশের অন্য যে কোনো স্মৃতিসৌধের তুলনায় দ্বিগুণেরও বেশি আয় করে তাজমহল থেকে। উত্তর প্রদেশের আগ্রায় অবস্থিত বিশ্বের সপ্তমাশ্চর্যের একটি এ তাজমহল।
সমপ্রতি দেশটির পর্যটনমন্ত্রী শ্রী শ্রীপাদ যেসো নায়েক রাজ্যসভায় বলেন, ৩৬১ বছরের পুরনো শ্বেত মর্মর পাথরের তৈরি এ স্মৃতিসৌধ থেকে বছরে ভারতের আয় ২১ কোটি ৮৪ কোটি রুপি। এর বেশিরভাগই আসে প্রবেশ ফি থেকে।
ভারতে শীর্ষ ২০টি সৌধ থেকে মোট আয় হয় ৮০.০১ কোটি রুপি। আয়ের উেসর দিক থেকে দ্বিতীয় অবস্থানে আগ্রা ফোর্ট। কিন্তু তাজমহল থেকে এর আয় অনেক কম। মাত্র ১০ কোটি ২২ লাখ রুপি। তৃতীয় অবস্থানে কুতুব মিনার। এর আয় ১০ কোটি ১৬ লাখ রুপি। এর পরের অবস্থানে হুমায়ুনের সমাধি। আয় ৭ কোটি ১২ লাখ রুপি। রেড ফোর্টের আয় ৬ কোটি ১৫ লাখ রুপি।
ফতেহপুর সিক্রি আয় করে ৫ কোটি ৬২ লাখ রুপি। ইলোরা অজন্তা গুহা থেকে আয় ৩ কোটি ৬ লাখ এবং মহাবলিপুরম থেকে আয় ২ কোটি ৭২ লাখ রুপি। হাম্পি, কর্ণাটক থেকে ১ কোটি ৫৭ এবং গোলকুন্ডা দুর্গ থেকে ভারত আয় করে ৯২ লাখ রুপি।