মেয়েটাকে খুব ভালোবাসে ছেলেটা। মূলত বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে পড়া অবস্থাতেই দুর্দান্ত বন্ধুত্ব ওদের। কিন্তু ছেলেটার মনে, কীভাবে ভালোবাসার জাল বুনেছে মেয়েটা, সেটা তার ধারণার অতীত। ছেলেটা মনে মনে মেয়েটাকে নিয়ে স্বপ্নের জাল বোনে, আর উল্টোদিকে মেয়েটা ছেলেটাকে খুব ভালো বন্ধু হিসেবেই ধরে নেয়। ছেলেটা যখন প্রেমের প্রস্তাব দেয়, প্রত্যাখ্যাত হয় স্বাভাবিকভাবেই। কিন্তু তারপরও হাল ছাড়ে না। একদিন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় ছেলেটা। মেয়েটা জানতে পারে না কিছুই। এখানেই কি শেষ হয়ে যাবে নিপাট স্বার্থবিহীন একটা প্রেমের গল্প? না, ছেলেটার অতৃপ্ত আত্মা ফিরে ফিরে আসে মেয়েটার কাছে, শুধু ভালোবাসার প্রত্যাশী হয়ে। ছেলেটার ভালোবাসার দৃঢ়তার কাছে হার মানে মেয়েটির সিদ্ধান্ত। কিন্তু পরিণাম? যে অনেক দিন আগেই গত হয়েছে না ফেরার দেশে, সেই অশরীরীকে ভালোবেসে কী পাবে মেয়েটা? এ সত্যটা যখন মেয়েটির সামনে আসবে, কী হবে তার ফল? জানতে চোখ রাখুন আজ রাত ৮টায় (কোরিয়ান সময় রাত ১১টা) বাংলাভিশনের পর্দায়। সাগর জাহানের রচনা ও পরিচালনায় ‘নীল ভালোবাসা’ নামের অপার্থিব ভালোবাসার গল্পনির্ভর এ নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নুশরাত ইমরোজ তিশা, ইরেশ জাকের প্রমুখ। আলোকিত বাংলাদেশ।