Search
Close this search box.
Search
Close this search box.

dunga_brazil_coach_btস্কোলারির বিদায় ঘণ্টা বেজে গিয়েছিল জার্মান ট্র্যাজেডির রাতেই। ঘরের মাঠের বিশ্বকাপ দুঃস্বপ্নের পর সেলেসাওদের নতুন ম্যানেজার কে হবেন তা নিয়েও জল্পনাকল্পনা চলচিল ক’দিন ধরে। সম্ভাব্য তালিকায় ছিলেন মরিনহো, গারদিওলার মতো হাই প্রোফাইল ক্লাব কোচ, ছিলেন ব্রাজিলের ঘরোয়া লীগের ক্লাব কোচিংয়ে দুই প্রধান মুখ রামালহো, তিতে। কিন্তু শেষ পর্যন্ত এদের কেউই নন, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের নতুন করে শুরু করার মিশনে প্রাথমিকভাবে দায়িত্ব দেয়া হয়েছে দলটির সাবেক কোচ কার্লোস দুঙ্গাকে। দ্বিতীয় দফায় জাতীয় দলের ভার কাঁধে তুলে নেয়ার আগে ৫০ বছর বয়সী দুঙ্গা ব্রাজিলিয়ান লীগের দল ইন্টারন্যাসিওনালের হয়ে কাজ করছিলেন।

দুঃসময়ে পুনরায় দলের দায়িত্ব পেয়ে দুঙ্গা বলছেন, “এখন আর আমরা সেরা নই। সুতরাং নতুন লক্ষ্য সামনে রেখে আমাদের সচেতন থাকতে হবে। সদ্য সমাপ্ত বিশ্বকাপ নিয়ে সবার মধ্যেই বিশেষ ভাবনা আছে।”

chardike-ad

১৯৯৪ সালের বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের সদস্য দুঙ্গা ২০০৬ সালে ব্রাজিল দলের কোচ হিসেবে প্রথমবারের মতো নিয়োগ পান। পাঁচ বছরের ক্যারিয়ারে (২০০৬-১০) সোনালি হলুদ শিবিরকে জিতিয়েছেন ২০০৭ সালের কোপা আমেরিকা ও ২০০৯ সালের কনফেডারেশনস কাপ। আসছে বছরের কোপা আমেরিকাই হবে তাঁর দ্বিতীয় মেয়াদের প্রথম বড় পরীক্ষা।