প্রযুক্তি দিন দিন এগিয়ে যাচ্ছে। বেশ কিছু প্রতিষ্ঠান এরই মধ্যে স্বয়ংক্রিয় গাড়ি নিয়ে গবেষণা শেষ করেছে। এবার হাতের ইশারায়ও গাড়ি চালানো সম্ভব হবে। এমনটাই দাবি করেছে বিলাসবহুল গাড়ি নির্মাতা ব্রিটিশ কোম্পানি বেন্টলি। খবর টেকটু।
বেন্টলি সম্প্রতি একটি ডিভাইস তৈরি করে। এটি একটি টাচস্ক্রিন পর্দার সঙ্গে যুক্ত থাকবে। ডিভাইসটির আকার একটি সিগারেটের প্যাকেটের সমান। এটি চালু করলেই দুটি টেলিভিশন পর্দা, নেভিগেশন ব্যবস্থাসহ আরো বেশ কিছু সেবা ব্যবহার করতে পারবে সংশ্লিষ্ট গাড়ির যাত্রী।
পর্দায় হাতের ইশারা অনুযায়ী গাড়িটি পরিচালিত হবে। নির্মাতা প্রতিষ্ঠানটি জানায়, নতুন এ প্রযুক্তির কারণে সড়ক দুর্ঘটনার পরিমাণ হ্রাস পাবে। এ ডিভাইস গাড়ির সিটের অবস্থান, ভেতরের তাপমাত্রা ইত্যাদি নিয়ন্ত্রণ করবে।
গুগলের মতো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এরই মধ্যে তাদের স্বয়ংক্রিয় গাড়ির কাজ শেষ করেছে। বেশ কিছু প্রতিবেদনে বিশ্লেষকরা দাবি করেন যে, স্বয়ংক্রিয় গাড়ির কারণে দুর্ঘটনার পরিমাণ বাড়তে পারে। কারণ স্বয়ংক্রিয় গাড়ি সম্পূর্ণরূপে মেশিন নিয়ন্ত্রণ করবে। কিন্তু বেন্টলির পক্ষ থেকে জানানো হয়, তাদের নতুন প্রযুক্তি সড়ক দুর্ঘটনার পরিমাণ অনেকাংশে কমিয়ে আনবে।
পেছনের সিটে বসেও চালক গাড়ি পরিচালনা করতে পারবেন। অনেক বিশ্লেষক একে পরবর্তী প্রজন্মের প্রযুক্তি বলে আখ্যায়িত করেছেন। ধারণা করা হচ্ছে, এ প্রযুক্তি শিগগিরই তুলনামূলক কম দামের গাড়িগুলোয় চালু করতে পারে বেন্টলি।
গাড়িতে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করতে এরই মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান গবেষণা শুরু করেছে। স্বয়ংক্রিয় গাড়ি গবেষণার সাফল্যের পর এবার হাতের ইশারায় গাড়ি পরিচালনা করার এ প্রযুক্তি এল। বেন্টলি ডিভাইস তৈরির কাজ শেষ করলেও কবে নাগাদ এ প্রযুক্তি তাদের গাড়িতে যুক্ত হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানায়নি। সূত্রঃ বণিকবার্তা।