সাকিব ও লিটনকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করলো বিসিবি।

 

chardike-ad

দল মোটামুটি গোছানোই ছিল, অপেক্ষা ছিল তামিম ইকবাল ও সাকিব আল হাসানের জন্য। সিলেটে দুই দফায় বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নির্বাচকদের কাছ থেকে সময় নেন তামিম। সময় নিলেও দল ঘোষণার দুদিন আগে তিনি জানিয়ে দেন, আন্তর্জাতিক ক্রিকেটে তার আর ফেরা হচ্ছে না। পরদিন সাকিবের বোলিং নিষেধাজ্ঞা বহাল থাকার খবর আসে।

তামিম অবসরে, শুধু ব্যাটসম্যান হিসেবে সাকিবকে খেলানোর বিলাসিতা দেখায়নি বিসিবি। এ দুজনকে ছাড়াই ভাবতে হয়েছে বাংলাদেশকে। রোববার বিসিবির ঘোষণা করা ১৫ সদস্যের স্কোয়াডে আছে আরও একটি বড় পরিবর্তন। বাদ দেওয়া হয়েছে দীর্ঘদিন ধরে রান খরায় থাকা লিটন কুমার দাসকে, তার জায়গায় সুযোগ দেওয়া হয়েছে তরুণ ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমনকে।

বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদি হাসান মিরাজ, রিশাস হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা।