তেজগাঁওয়ে ট্রাকস্ট্যান্ডে আগুন, পুড়লো ৬ টি ট্রাক

 

chardike-ad

 

রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকস্ট্যান্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (১২ জানুয়ারি) সকাল ৮টা ৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় ৮টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘আজ সকাল ৮টা ৫ মিনিটে আগুন লাগার খবর আসে। পরে ৮টা ১০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। তিনটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।’

তিনি জানান, ট্রাকস্ট্যান্ডের একটি গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এছাড়া এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও তথ্যও দিতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।