Search
Close this search box.
Search
Close this search box.

এক সঙ্গে ঝুলছিল মা-মেয়ের মরদেহ

 

chardike-ad

দিনাজপুর খানসামা উপজেলায় একই রশিতে মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের পাশেই মিলেছে সুইসাইড নোট। বুধবার (১৮ ডিসেম্বর) রাতে উপজেলার আংগারপাড়া ইউনিয়নের আরাজী যুগীর ঘোপা গ্রামের বেণুপাড়ায় নিহতের শয়নকক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন, উপজেলার আংগারপাড়া ইউনিয়নের আরাজী যুগীর ঘোপা গ্রামের ভক্ত রায়ের স্ত্রী সুজাতা রায় (২৪) ও তার মেয়ে নীলাদ্রি রায় (৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় নিহত সুজাতা রায় ও তার মেয়ের কোন সাড়াশব্দ না পেয়ে তাদের ডাকতে গিয়ে ঝুলন্ত অবস্থায় মা ও মেয়েকে দেখতে পেয়ে নিহতের ভাবি স্বপ্না রায় পরিবারের বাকি লোকজনদের ডাকাডাকি করেন। পরে খবর পেয়ে খানসামা থানা পুলিশ এসে মা-মেয়ের মরদেহ উদ্ধার ও সুরতহাল করেন।

নিহতের চাচা সত্যম্বর রায় বলেন, আমার ভাজতির বিয়ের পর থেকেই তাদের সংসারে ঝগড়াঝাটির কথা শুনছি। বুধবার সন্ধ্যায় আমাদেরকে খবর দেন সুজাতা ও তার মেয়ে আত্মহত্যা করেছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের কঠোর শাস্তি প্রদান করা হোক।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক বলেন, মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে ওই ঘরে একটি সুইসাইড নোট পাওয়া গেছে। যেখানে মৃত্যুর জন্য কাউকে দায়ী করা হয় নাই। তবে সুইসাইড নোটের লেখা ভিকটিমের কিনা তা পরীক্ষা নিরীক্ষা সাপেক্ষে জানা যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তিনি আরও জানান, মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত করছে পুলিশ।