Search
Close this search box.
Search
Close this search box.

যশোরে অভিনয় করা সেই ভিডিও শেয়ার দিয়ে ড. ইউনূসকে দুষলেন জয়

 

chardike-ad

যশোর জামিয়া ইসলামিয়া মাদ্রাসার একটি ভিডিও নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। এবার এ বিষয়ে ড. ইউনূসকে দোষ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন। বুধবার (১৮ ডিসেম্বর) রাতে ওই ভিডিওর একাংশ পোস্ট করে তিনি ড. ইউনূসকে দোষারোপ করেন। তাঁর ওই পোস্ট আওয়ামী লীগ তাঁর অফিশিয়াল ফেসবুক পেইজে শেয়ার দেয়।

ফেসবুকের ওই পোস্টে জয় লিখেন, আইএস এর মতো মুখোশধারী এবং সশস্ত্র দেহরক্ষীদের দ্বারা সজ্জিত নেতারা মানুষকে চরমপন্থার দিকে প্ররোচিত করতে দেখা যাচ্ছে। ইউনুস নেতৃত্বাধীন সরকারের অধীনে এই লোকদের নিয়োগ দেওয়া হচ্ছে। এটি তথাকথিত সংস্কার এজেন্ডার একটি উদ্বেগজনক ফলাফল।

এদিকে ভিডিওটি ঘিরে জনমনে নানা প্রশ্ন ও উদ্বেগের সৃষ্টি হলে যশোর জামিয়া ইসলামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ও শিক্ষা সচিব জানিয়েছেন, মাদ্রাসার বার্ষিক আঞ্জুমানের (প্রতিযোগিতা অনুষ্ঠান) সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের লড়াই-সংগ্রামের বিষয়টি অভিনয় করিয়ে দেখিয়েছেন। এটি অভিনয় ছাড়াই কিছুই নয়।

এছাড়াও যশোর কোতয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরা ভিডিওটি আমাদের নজরে আসছে। প্রাথমিক ভাবে আমরা যাচাই-বাচাই করেছি। এটি একটি ভুয়া ভিডিও।

পুলিশের পক্ষ থেকে জনসাধারণকে বিভ্রান্তিকর বা উত্তেজক মন্তব্য এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে। তারা আরও বলেছেন, যাচাই-বাছাই শেষ না হওয়া পর্যন্ত কোনো গুজবে কান না দিতে এবং তদন্তে সহযোগিতা করতে।