ইউক্রেনে যুদ্ধ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন উ. কোরিয়ার অর্ধশত সেনা। রাশিয়ার কুরস্ক অঞ্চলে হামলা চালিয়ে উত্তর কোরিয়ার এসব সেনাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে দেশটির সামরিক বাহিনীর স্পেশাল ফোর্স। তিন দিন ধরে চলা এই যুদ্ধে আহত হয়েছেন আরও অন্তত ৪৭ সেনা।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) খবরটি নিশ্চিত করেছে ইউক্রেনের সামরিক বাহিনীর স্পেশাল ফোর্স।
ইউক্রেনের স্পেশাল ফোর্সের প্রকাশিত ফুটেজে দেখা যায়, যুদ্ধক্ষেত্রে সফলভাবে উত্তর কোরিয়ার সেনা সদস্য এবং সামরিক সরঞ্জামে আঘাত হানছে ইউক্রেনের সামরিক বাহিনী। এই দৃশ্য ধারণ করতে এফপিভি ড্রোন ব্যবহার করেছে তারা।
উল্লেখ্য, গত আগস্টের শুরুর দিকে কুরস্কের ওব্লাস্টে যুদ্ধরত ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করার জন্য উত্তর কোরিয়ার ১০ হাজার সেনা মোতায়েন করেছে রাশিয়া। ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা এইচইউআর জানিয়েছে, গত ১৪ ও ১৫ ডিসেম্বর ইউক্রেনীয় বাহিনীর হামলায় উত্তর কোরিয়ার ৩০ সৈন্য হতাহত হয়েছেন।
এদিকে গত নভেম্বরের শুরুতে কুরস্ক অঞ্চলে উত্তর কোরিয়ার সৈন্যদের মোতায়েনের তথ্য পায় ইউক্রেন। এরপর থেকে কোরীয় সৈন্যদের সঙ্গে ইউক্রেনের সামরিক বাহিনীর সীমিত লড়াই চলছে। পরে এই সৈন্যদের ব্যবহার করে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে স্থল অভিযানে শুরু করে রাশিয়া।
যুদ্ধক্ষেত্রে উত্তর কোরীয় সৈন্যদের হতাহতের ঘটনা রাশিয়া আড়াল করার চেষ্টা করছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই কারণে উত্তর কোরিয়ার সেনা ও সামরিক যানবাহনের ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ পরিসংখ্যান পাওয়া কঠিন হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।