ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। চলতি বছরে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর অভিনীত প্রথম সিনেমা ‘সাবা’ টরন্টো, বুসানসহ বিশ্বের বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ও প্রশংসিত হয়। এবার আসতে চলেছে তার দ্বিতীয় সিনেমা ‘প্রিয় মালতী’। সত্য কাহিনিনির্ভর এই গল্পে নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন।
একজন নারীর জীবনে আবহমান সমস্যা, প্রতিকূলতা এবং সংগ্রাম করে টিকে থাকার লড়াইকে বাস্তবিক রূপে ফুটিয়ে তুলেছে পরিচালক। ‘প্রিয় মালতী’ সিনেমার মধ্য দিয়েই বড় পর্দার পরিচালক হিসেবে পা রাখতে যাচ্ছেন শঙ্খ দাশগুপ্ত। সিনেমাটি আসছে ২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
রোববার গুলশানের একটি ক্লাবের প্রেস মিটে সিনেমার অন্যান্য কলাকৌশলী নিয়ে তারা ঝলমলে আসরে অভিনেত্রী জানালেন, মালতী হয়ে ওঠার গল্প। এই সিনেমার জন্য প্রথমবার বরিশাল যাওয়া এবং লঞ্চে ওঠার অভিজ্ঞতা হয়েছে তার। এ ছাড়া মেকআপ নিয়ে স্বাভাবিক মানুষের মাঝে মিশে গেলেও মেহজাবীনকে চিনতে পারতেন না দর্শক। বিষয়টি উপভোগ করেছেন তিনি।
মেহজাবীন ছাড়া সিনেমায় আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভী রিজু প্রমুখ।