ওস্তাদ জাকির হোসেনের মৃত্যুতে শোকে ছেয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। ভক্ত অনুরাগী থেকে শুরু করে তারকাদের শোকবার্তা দেখা যাচ্ছে একের পর এক। জাকির হোসেনের মৃত্যুতে শোক জানিয়ে বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন লিখেছেন, ‘অত্যন্ত দুঃখের দিন’।
অভিনেতা ফারহান আখতার লিখেছেন, ‘আমাদের সময়ের অন্যতম সেরা শিল্পী আর নেই।
দক্ষিণের সুপারস্টার কমল হাসান লিখলেন, ‘জাকির ভাই! বড্ড তাড়াতাড়ি চলে গেলে। তবুও তুমি আমাদের জন্য যে লিগ্যাসি রেখে গেলে, তার জন্য আমরা চিরকৃতজ্ঞ। ধন্যবাদ।
শোকপ্রকাশ করেন কারিনা কাপুর খান। স্মৃতির সরণিতে হেঁটে বাবা রনধীর কাপুর এবং জাকির হোসেনের সঙ্গে তার ছবি পোস্ট করেছেন।
মালাইকা অরোরাও লিখেছেন, ‘জাকির সাহেবের চলে যাওয়া ভারত তথা গোটা বিশ্বের সঙ্গীতজগতের জন্য অপূরণীয় ক্ষতি।’
রীতেশ দেশমুখ শোকবার্তা প্রকাশ করে লিখেছেন, ‘স্যার, আপনার সঙ্গীত আমাদের জন্য মূল্যবান উপহার। যা কিনা আগামী প্রজন্মকেও অনুপরাণিত করবে। আপনার লিগ্যালি চিরকাল বেঁচে থাকবে।’
জাকির হোসেনের ছবি পোস্ট করে শোক জানিয়েছেন রণবীর সিং। তিনি লিখেছেন, ‘জাকির হুসেনের সাহেবের প্রয়াণের খবরে খুব কষ্ট হচ্ছে। উনি প্রকৃত অর্থেই আমাদের দেশের সঙ্গীতজগতের মহীরুহ। ওম শান্তি।’
ভারতীয় ধ্রুপদি সংগীতের একজন পুরোধা হিসেবে বিবেচনা করা হয় জাকির হোসেনকে। জাকির হোসেনের জন্ম ১৯৫১ সালে ভারতের মুম্বাই শহরে। তিন বছর বয়স থেকে বাবার কাছে তবলায় তার হাতেখড়ি। ১২ বছর বয়সে বাবার সঙ্গে প্রথম কনসার্ট। সেই থেকে তার খ্যাতি ছড়িয়ে পড়ে ভারতজুড়ে।
২০০৬ সালে ‘মোমেন্ট রেকর্ড’-এর মুক্তিপ্রাপ্ত অ্যালবাম ‘গোল্ডেন স্ট্রিং অব দ্য সরোদ’ গ্র্যামি পুরস্কারের জন্য মনোনীত হয়। পদ্মশ্রী, পদ্মভূষণ, গ্র্যামি ছাড়া আরও বহু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন বহুমুখী প্রতিভার অধিকারী জাকির হোসেন।