Search
Close this search box.
Search
Close this search box.

বাংলাদেশের সিনেমা থেকে বাদ পড়ায় ক্ষোভ প্রকাশ করলেন ঋতুপর্ণা সেনগুপ্ত

 

chardike-ad

বাংলাদেশের সিনেমা ‘তরী’ সিনেমা থেকে বাদ পড়েছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তাকে বাদ দিয়ে নেওয়া হয়েছে সেখানকার আরেক অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে। এমন খবর গত কিছুদিন ধরেই দেখা যাচ্ছে মিডিয়ায়। আলোচনা হচ্ছে, চিত্রনায়ক ফেরদৌসের কারণেই সিনেমাটি থেকে বাদ দেয়া হয়েছে অভিনেত্রীকে।

আওয়ামী লীগের সাবেক এমপি ও চিত্রনায়ক ফেরদৌসের ঘনিষ্ঠ হওয়ায় কপাল পুড়েছে ঋতুপর্ণার, এমন গুঞ্জনই শোনা যাচ্ছিল। তবে এবার সে প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী।

পশ্চিমবঙ্গের টিভি নাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে ঋতু বলেছেন, ‘এই ছবির জন্য আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে আমি কিছুই ফাইনাল করিনি।

চিত্রনাট্যে বেশ কিছু পরিবর্তন চেয়েছিলাম। নির্মাতা সেটা করে আমাকে পাণ্ডুলিপি পাঠাবেন বলে জানিয়েছিলেন। পরে সেটা পাঠাননি, আমিও যোগাযোগ করিনি। আমার সঙ্গে যখন কোনো চুক্তিই হলো না, তখন আমি বাদ পড়লাম—এমন খবর কেন প্রকাশ করা হচ্ছে?’

ঋতু আরো বলেন, ‘খুব বিশ্বাসযোগ্য এক সূত্র থেকে ছবিটির প্রস্তাব পেয়েছিলাম।

পরিচালক রাশিদ পলাশও যোগাযোগ করেছিলেন। তাই সায় দিয়ে পাণ্ডুলিপি চেয়েছিলাম। সেটা পড়ার পর মনে হয়েছে, আমার করার মতো কিছু নেই এখানে। তখন চিত্রনাট্য পরিবর্তন করতে বলি। অথচ যা যা গল্প বানানো হচ্ছে, সেগুলো সব অজানা।

এমন করে অভিনেতাদের নিয়ে পাবলিসিটি করার বিষয়টা আপত্তিকর। যথাযথ নিরাপত্তা না থাকার কারণে আমাকে নিয়ে শুটিং করতে পারবে না সেটা আলাদা বিষয়। তবে নির্মাতা যেভাবে বিষয়টা সামনে এনেছেন তা একদম সঠিক নয়।’
আহাদুর রহমানের গল্পে ‘তরী’ সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন গোলাম রাব্বানী। ছবিতে আরও অভিনয় করছেন তুষার খান, সুমন আনোয়ার, রেহনুমা। শুটিং-ডাবিং শেষ করে ২০২৫ সালেই ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতার।