সেন্ট কিটসে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের ক্ষত নিয়ে সেন্ট ভিনসেন্টে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। ওয়ানডে ফরম্যাটে ক্যারিবীয়দের কাছে ধবলধোলাই হয়ে সেন্ট ভিনসেন্টের আর্নোস ভেলেতে কুড়ি ওভারের ফরম্যাটে লিটন দাসদের কাছ থেকে প্রত্যাশা করা বেশ কঠিন। তাই অধিনায়ক সিরিজ শুরুর আগে জানিয়ে রাখলেন, ক্যারিবীয়দের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ কঠিন হবে!
বাংলাদেশ দুই ম্যাচের টেস্ট সিরিজে শেষ ম্যাচটি জিতেছিল। ওয়ানডে সিরিজের সব ম্যাচই হেরেছে। এবার শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ সময় সোমবার সকাল ৬টায় শুরু হবে ম্যাচটি। তার আগে ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস বলেছেন, ‘সাধারণত টি-টোয়েন্টি ম্যাচগুলো আমাদের জন্য কঠিনই হয়। যেহেতু এটা ওয়েস্ট ইন্ডিজের হোম গ্রাউন্ডে খেলা, আমাদের জন্য একটু কঠিনই হবে। আমরা চেষ্টা করবো এখান থেকে কীভাবে বের হয়ে আসা যায়, ভালো একটা সিরিজ উপহার দেওয়া যায়।’
ম্যাচের আগের দিন বৃষ্টির কারণে বাংলাদেশ দল অনুশীলন করতে পারেনি। তার আগের দিনের অনুশীলনের রসদ নিয়েই মাঠে নামতে হচ্ছে। লিটন অবশ্য অনুশীলণের ঘাটতি দেখেন না, ‘না, ঘাটতি নেই, গতকালকে আমরা কৃত্রিম আলোতে ফিল্ডিং অনুশীলন করেছি। এই দলের অনেক ক্রিকেটারই ওয়ানডে ও টেস্ট খেলেছে। তারা খেলার মধ্যেই ছিল। দুই একজন খেলোয়াড় হয়তো নতুন। তারা কয়েকটা সেশন অনুশীলন করার সুযোগ পেয়েছে।’
কিংসটাউনের উইকেট কিছুটা স্লো এবং লো হয়ে থাকে। গত বিশ্বকাপে এই ভেন্যুতেই বাংলাদেশ দল তিনটি ম্যাচ খেলেছে। যার মধ্যে আফগানিস্তানের বিপক্ষেই ম্যাচ হেরেছিল তারা। জয় পেয়েছে নেপাল ও নেদারল্যান্ডসের বিপক্ষে। টি-টোয়েন্টি সিরিজে অবশ্য উইকেট কিছুটা ভিন্ন হবে বলেই মনে হচ্ছে লিটনের, ‘প্রথমত বিশ্বকাপের যে উইকেট ছিল, এই উইকেটটার মধ্যে কিছুটা ভিন্নতা দেখা গেছে। গতকালকে যখন অনুশীলন করেছি, উইকেট একরকম মনে হয়নি। তারা হয়তো ভিন্নভাবে প্রস্তুত করেছে। আমরা ওইভাবে চিন্তা ভাবনা করিনি কম্বিনেশন নিয়ে। বেস্ট যে দলটা হবে বাংলাদেশের জন্য, আমরা সেভাবেই দলটা করবো।’
সূত্র: espncricinfo