দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি) আসে পরিবর্তন। দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক বিসিবি সভাপতি ও পতিত আওয়ামী লীগ সরকারের ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। তার জায়গায় নাটকীয়ভাবে সভাপতি হয়ে যান ফারুক আহমেদ। জাতীয় দলের সাবেক এই অধিনায়কের হাতে কর্তৃত্ব যাওয়ার পর কেমন চলছে দেশের ক্রিকেট?
গত ২১ আগস্ট আনুষ্ঠানিকভাবে বিসিবির দায়িত্ব গ্রহণ করেছিলেন ফারুক। এরপর সাড়ে তিন মাস কেটে গেলেও তিনি খুব একটা গুছিয়ে উঠতে পারেননি। এর অন্যতম বড় কারণ, বিগত সরকারের আশীর্বাদধন্য বোর্ড পরিচালকদের সরে যাওয়া। তারপরও দ্বিতীয় এবং তৃতীয় বিভাগের লিগ চালু করা, এনসিএল টি-টোয়েন্টি আয়োজন করতে পেরেছেন ফারুক। কিন্তু এই সময়ে জাতীয় পুরুষ ক্রিকেট দলের অবস্থা শোচনীয়।
এটা স্বীকার করতেই হবে যে, রাজনৈতিক কারণে সাকিব আল হাসান খেলতে না পারায় দলের ভারসাম্য চরমভাবে নষ্ট হয়েছে। সেই ধাক্কা এখনো সামলানো যায়নি। সেইসঙ্গে দলের ব্যাটিং সক্ষমতা বলে কিছু নেই! ফারুক আহমেদ দায়িত্ব গ্রহণের পর প্রথম সিরিজ ছিল পাকিস্তানের বিপক্ষে। দুর্দান্ত পারফর্মেন্সে পাকিস্তানের মাটিতে প্রথমবার সেই সিরিজ ২-০ ব্যবধানে জিতে নেয় নাজমুল হোসেন শান্তর দল।
এরপরই শুরু হয় পিছু হঠা। ভারতের মাটিতে হোয়াইটওয়াশ, দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার কাছেও টেস্টে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। এই সময়ের মধ্যে পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মোট আটটি টেস্ট খেলে জয় এসেছে ৩টিতে। সর্বশেষ উইন্ডিজের মাটিতে এক দশক পরে এসেছে টেস্ট জয়। তবে সামগ্রিক পারফর্মেন্স মোটেও ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছে না।
সাদা বলে দলের অবস্থা আরও করুণ। যে ফরম্যাটে বাংলাদেশকে এতদিন শক্তিশালী বলা হতো, সেই ওয়ানডে জিততেই যেন ভুলে গেছে টাইগাররা। এই সময়ে আফগানিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে। এরপর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হয়েছে হোয়াইটওয়াশড। ফারুক আমলে এখন পর্যন্ত ৩টি টি-টোয়েন্টি খেলে বাংলাদেশের হার শতভাগ। সবগুলোই ভারতের বিপক্ষে।
পরিসংখ্যান বলছে, গত ২১ আগস্ট থেকে আজ ১৪ ডিসেম্বর পর্যন্ত ৮টি টেস্ট, ৬টি ওয়ানডে আর ৩টি টি-টোয়েন্টিতে মোট ১৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। এর মাঝে তিনটি টেস্ট আর একটি ওয়ানডেতে এসেছে জয়। বাকি ১৩টি ম্যাচেই জুটেছে পরাজয়ের গ্লানি। আগামী ১৬ ডিসেম্বর থেকে উইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ। টি-টোয়েন্টির সবচেয়ে বড় বিজ্ঞাপন ক্যারিবিয়ানদের বিপক্ষে লিটনরা কী করতে পারেন- সেটাই দেখার।