বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ায় সাকিব আল হাসানকে নিষিদ্ধ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তিনি ইসিবি আয়োজিত টুর্নামেন্টে আর বোলিং করতে পারবেন না। তবে ইংল্যান্ডের বাইরে বোলিংয়ে কোনো বাধা নেই। খবরটি জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।
গত সেপ্টেম্বরে ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে একটিমাত্র ম্যাচ খেলেছিলেন সাকিব। সেই ম্যাচেই তার বোলিং নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। এরপর ইংল্যান্ডের লাফবরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছিলেন সাকিব। গত ১০ ডিসেম্বর পরীক্ষার ফল হাতে পেয়েছে ইসিবি। সেদিন থেকেই তার বোলিংয়ে নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।
কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে ওই ম্যাচে দুই ইনিংসে ৬৩ ওভার বোলিং করে ৯ উইকেট শিকার করেন সাকিব। নিয়মানুযায়ী বল ডেলিভারির সময় বোলারের কনুই ১৫ ডিগ্রির বেশি বাঁকা হতে পারবে না। সাকিবের কনুই অনুমোদিত সীমার চেয়ে বেশি বাঁক নিয়েছে বলেই তাকে নিষিদ্ধ করা হয়েছে। তবে তার কনুই কত ডিগ্রি বেঁকেছে, সেটা জানা যায়নি।
১৮ বছরের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে তিন সংস্করণে ৪৪৭টি ম্যাচ খেলে ৭১২ উইকেট নেওয়া সাকিবের অ্যাকশন নিয়ে কখনই প্রশ্ন ওঠেনি। চোটের কারণে তার এমনটা হতে পারে বলে অনেকে ধারণা করেছিলেন। ইসিবির নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে হলে সাকিবকে স্বতন্ত্র মূল্যায়ন কেন্দ্রে অ্যাকশন পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষায় পাস করলে তবেই মিলবে মুক্তি।