Search
Close this search box.
Search
Close this search box.

সাহসী রুনা খান

 

chardike-ad

 

প্রতিনিয়তই নিজেকে নতুনভাবে মেলে ধরছেন অভিনেত্রী ও মডেল রুনা খান। বয়স চল্লিশের কোটায় থাকলেও মডেলিং কোনো বাধা নয় তাঁর কাছে। পোশাকের ব্যাপারে বারবার সাহসী হয়ে ওঠেন তিনি। কখনো বাঙালি সাজে আবার কখনো ওয়েস্টার্ন পোশাকে সামাজিক মাধ্যমের পাতায় চোখ রাখলেই ভেসে আসে রুনা খানের ‘আবেদনময়ী’ অবতার।

একটি ম্যাগাজিনের কাভার মডেল হিসেবে সম্প্রতি কাজ করেছেন রুনা। সেই ছবি নিয়েই সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী। এ নিয়ে মোটেই চিন্তিত নন রুনা। তিনি বলেন, ‘পোশাক কারও শালীনতা ধরে রাখে না। যে আপারা বেশি সততার আশ্রয় নেন, পর্দার বাইরে তারাই বেশি অসৎ কাজ করেন কাজ পাওয়ার জন্য।’